সইফ আলি খান রাজি না-হওয়ায় এর পর পরিচালক শাহরুখের কাছে যান। আর এর পরের গল্প তো সকলেরই জানা! ছবির চরিত্রটির কথা শুনে তা করতে রাজি হয়ে যান শাহরুখ। আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন ‘রাজ’ শাহরুখ। এমনকী ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবি মুক্তি পাওয়ার পরে বহু তরুণীই রাজের মতো প্রেমিক পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকতেন।