খুশির ইদে মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। ২৯ থেকে ৩০ দিনের রোজা পালনের পর ইদের চাঁদ দর্শন। এবং আনন্দে মেতে ওঠার দিন আজ। মুসলিম ধর্মের মানুষদের কাছে সব সময় পবিত্রের এবং আনন্দের এই দিন। এই দিন শাহরুখ খানের বাড়ির দিকে নজর থাকে সব ভক্তদের। মুম্বইতে 'মন্নত'-এর সামনে ভিড় জমান হাজার হাজার মানুষ। তাঁরা সকলেই শাহরুখ ভক্ত! ইদের শুভেচ্ছা জানাতে এই দিন সকলে জড়ো হন শাহরুখ খানের বাড়ির সামনে। কিং খানকে একবার চোখের দেখা দেখতে চান সকলে। প্রতি ইদেই ভক্তদের দেখা দেন তিনি। ২০২২-এর ইদেও অন্যথা হল না। তবে এবার সাদা পোশাকে নয় তাঁকে দেখা গেল টি-শার্ট, ডেনিম ও সানগ্লাসে। মন্নত-এর ছাদ থেকে উঁকি দিলেন শাহরুখ খান। তখন তাঁর বাড়ির নীচে অগুন্তি ভক্ত। (Image: Viral Bhayani)