বচনা হ্যায় হাসিনোর শুটিংয়ের সময় থেকে দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুরের মধ্যে এক প্রেমের সম্পর্ক তৈরি হতে শুরু করে। তার পর থেকেই দুজনের প্রেম নিয়ে একসময়ে উত্তাল থেকে নেটদুনিয়া। সেই রণবীর কাপুরের বিয়ে এখন খবরের শিরোনামে। তবে পাত্রী আলিয়া ভাট। এক বার দেখে নিন, কেন আগের সম্পর্কে, অর্থাৎ দীপিকা পাড়ুকোনের সঙ্গে সম্পর্কে চিঁড় ধরেছিল।