

দশ বছর অপেক্ষার পর অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। অগ্নিসাক্ষী করে সাত পাকে বাঁধা পড়লেন টলিউড অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি ক্লাবে বসেছিল জমকালো বিয়ের আসর।


বিয়ে শুরুর আগেই এ দিন নবদম্পতিকে আশীর্বাদ করতে বিয়েবাড়িতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশীর্বাদ নিয়েই শুরু হয় বিয়ের অনুষ্ঠান।


*নীল এবং তৃণা দু'জনেই টলিউডের পরিচিত মুখ। একজন 'খড়কুটো' সিল্রিয়ালের মুখ্যচরিত্র 'গুনগুন' এবং অন্যজন 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মুখ্যচরিত্র 'নিখিল'। রিল লাইফে দু'জনেরই বিয়ে হয়ে গিয়েছে। তবে ধারাবাহিকে নিখিল বহুদিন আগে বিয়ে হলেও সম্প্রতি বাবিনের সঙ্গে বিয়ে হয়েছে গুনগুনের। তাঁরা দু'জনে এখন দর্শকদের চোখের মনি। ছবি: ইনস্টাগ্রাম।


বিয়ের অন্যতম আকর্ষণ ‘খড়কুটো’ পরিবার। পুটু পিসি (সোহিনী সেনগুপ্ত), পটকা (অম্বরীশ ভট্টাচার্য), রূপাঞ্জন (রাজা গোস্বামী), ঋজু (দেবোত্তম মজুমদার), মিষ্টি (রাজন্যা ঘোষ) আর বড় মা (রত্না ঘোষাল), পটকার স্ত্রী (জয়শ্রী মুখোপাধ্যায়)


এদিন স্পেশাল গেস্টের মধ্যে ছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় ও তাঁর স্ত্রী অভিনেত্রী রফিয়াদ রশিদ মিথিলা। হালকা সাজেই এদিন নজর কেড়েছেন মিথিলা। তাঁর শাড়ির সংগ্রহ প্রায়ই তাক লাগায়। এদিন হালকা আকাশি রঙের ঢাকাই জামদানি পরেছিলেন তিনি। সঙ্গে একেবারে ম্যাচিং ব্যাগ। গলায় ও কানে ছিল হালকা সোনার গয়না।