ফিল্মস অ্যান্ড ফ্রেমস-এর প্রযোজনায় সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ ‘হানিমুন’-এর প্রিমিয়ার হয়ে গেল সম্প্রতি শহরের এক পেক্ষাগৃহে।
2/ 7
সৌমিক চট্টোপাধ্যায়ের-র পরিচালনায় তৈরি হয়েছে নতুন এই সিরিজ। অভিনয়ে শন ছাড়াও রয়েছেন ঐশ্বর্য্য সেন, সুব্রত দত্ত, অদৃজা ঘোষ, অনু চট্টোপাধ্যায়, সুমি চক্রবর্তী, তরুণ চক্রবর্তী প্রমুখ।
3/ 7
থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট পাহাড়। সিরিজের শ্যুটিং হয়েছে বিশাখাপত্তনম, আরাকু ভ্যালির মতো সব লোকেশনে। সিরিজের গল্প একটি হনিমুন বা মধুচন্দ্রিমা ট্রিপকে কেন্দ্র করে ৷
4/ 7
বিয়ের ৬ মাস পরে মধুচন্দ্রিমায় যায় এক নববিবাহিত দম্পতি। সেখানে গিয়েই ঘটে যেতে থাকে একের পর এক ঘটনা। এর পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্যের মোড়ক।
5/ 7
এই ওয়েব সিরিজের ট্রেলারেই দেখা গিয়েছিল, ভাইজাগে মধুচন্দ্রিমায় গিয়েছেন ঈশান এবং রঞ্জিনি, যেখানে পাহাড় আর সমুদ্র একসঙ্গে মিশেছে। আর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেন হারিয়ে যায় নবদম্পতি। কিন্তু আচমকাই তাল কাটে।
6/ 7
পরিচালক সৌমিক চট্টোপাধায়
7/ 7
থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজটির চিত্রনাট্য ও ডায়লগ লিখেছেন সৌমিত দেব। এর সঙ্গে সিনেম্যাটোগ্রাফি, সম্পাদনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন মধূসুদন শি-আকাশ শেঠি, কৌস্তভ সরকার, প্রাঞ্জল-শমীক।
Honeymoon | হানিমুনে গিয়েই বিপদে পড়তে হল শন-ঐশ্বর্যকে ! জমজমাট নতুন বাংলা ওয়েব সিরিজ
থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট পাহাড়। সিরিজের শ্যুটিং হয়েছে বিশাখাপত্তনম, আরাকু ভ্যালির মতো সব লোকেশনে। সিরিজের গল্প একটি হনিমুন বা মধুচন্দ্রিমা ট্রিপকে কেন্দ্র করে ৷
Honeymoon | হানিমুনে গিয়েই বিপদে পড়তে হল শন-ঐশ্বর্যকে ! জমজমাট নতুন বাংলা ওয়েব সিরিজ
এই ওয়েব সিরিজের ট্রেলারেই দেখা গিয়েছিল, ভাইজাগে মধুচন্দ্রিমায় গিয়েছেন ঈশান এবং রঞ্জিনি, যেখানে পাহাড় আর সমুদ্র একসঙ্গে মিশেছে। আর এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেন হারিয়ে যায় নবদম্পতি। কিন্তু আচমকাই তাল কাটে।
Honeymoon | হানিমুনে গিয়েই বিপদে পড়তে হল শন-ঐশ্বর্যকে ! জমজমাট নতুন বাংলা ওয়েব সিরিজ
থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজটির চিত্রনাট্য ও ডায়লগ লিখেছেন সৌমিত দেব। এর সঙ্গে সিনেম্যাটোগ্রাফি, সম্পাদনা এবং সঙ্গীত পরিচালনা করেছেন মধূসুদন শি-আকাশ শেঠি, কৌস্তভ সরকার, প্রাঞ্জল-শমীক।