

এই বছরের দুর্গা পুজো, বেশ অন্য রকম। আমফান, করোনা- এ সব আগে কখনো দেখেনি মানুষ। তবে পুজো, পুজোই হয়। অনাবিল আনন্দ, বাদ ভাঙা হাসি। সঙ্গে পুজোর সাজ। মুখে মাস্ক থাকবে ঠিকই, তবে পোশাকে চমক তো রাখতেই হবে। সায়ন্তনী গুহ ঠাকুরতার পুজোর পোশাকের বাহারি সাজ, দেখে টিপস নিতে পারেন।


পুজো মানেই শাড়ি। কিন্তু শাড়িতে মডার্ন ছোঁয়া দেওয়া যেতেই পারে। সায়ন্তনীর কালো রাফল টপের সঙ্গে স্ট্রাইপড শাড়ির কম্বিনেশনটা দেখুন তো। সঙ্গে একটা বেল্ট টিম আপ করুন। আপনি নজর কাড়তে বাধ্য।


পুজোতে শুধুই সাবেকি পোশাক পরতে হবে তা কেন? সায়ন্তনীর মতো একটা পেস্টেল শেডের গাউন ট্রাই করতেই পারেন। তবে খোলা চুলের সঙ্গে মেক আপটা হালকা রাখাই ভাল।


একেবারে পুরোনো দিনের রেট্রো লুক নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। একটা মনোক্রম জামপশুট, তার সঙ্গে কার্লি হেয়ার, সায়ন্তনীর এই রেট্রো লুকটার মতো। আপনাকে দেখাবে যারা হাটকে।


একেবারে পুরোনো দিনের রেট্রো লুক নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। একটা মনোক্রম জামপশুট, তার সঙ্গে কার্লি হেয়ার, সায়ন্তনীর এই রেট্রো লুকটার মতো। আপনাকে দেখাবে যারা হাটকে।


খুব এক্সপিরিমেন্ট করতে চাইলে সিকুয়েন কিংবা শিমারি কিছু পরতে পারেন। সায়ন্তনীর এই ডিপ নেক টপটার মতো। আপনি যদি বোল্ড জামা কাপড় পরতে পছন্দ করেন, তবে এই লুক আপনার কথা ভেবেই করা। সায়ন্তনীর এই বিভিন্ন লুক গুলো ডিজাইন করেছেন মাধব সরকার। পোশাক গুলো তাঁরই করা। মেক আপ ও হেয়ার করেছেন প্রীতম দাস ও প্রিয়া দাস। ছবিগুলি ফ্রেমবন্দি করেছেন অনির্বাণ সাহা।