সারা আলি খান বলিউডে এখন অন্যতম চর্চিত অভিনেত্রী। তবে শুধু অভিনয় নয়। যে কোনও ধরনের পোশাকেও তিনি ডিভা। এবার মাল্টি কালার স্যুইমস্যুটেও তাক লাগালেন তিনি। সমুদ্র তীরে একলা সময় কাটাচ্ছেন সারা। স্পষ্ট অভিনেত্রীর টানটান চেহারা। সারা আলি খানের হাসিখুশি ব্যক্তিত্বও পছন্দ দর্শকদের। প্রায়ই নানা রকমের পোশাকে নজর কাড়েন অভিনেত্রী। একেই বলেই সানকিসড ছবি। নীল রঙের কানের হুপস নজর কাড়ছে। এক কথায় সারা ফ্যাশনিস্তা। টিউব টপে স্পষ্ট সারার ক্লিভলাইন। সমুদ্র তটেই পারদ চড়িয়েছেন অভিনেত্রী। কার্টুন প্রিন্টেড বিকিনিতে স্পষ্ট সারা আলি খানের আওয়ারগ্লাস ফিগার। স্পষ্ট পেটের অ্যাবসও। গোলাপি ও কমলার মিশেলে ব্লক বিকিনি। একান্তে সুসময় সারার। হলুদ রঙের দড়ি বাঁধা স্যুইমস্যুটের উপরে বেঁধেছেন স্যারং। লাস্যে ভরা সারার লুক। আকাশি রঙের ফ্লোরাল বিকিনি। সমুদ্র সৈকতের জন্য আদর্শ সাজ সারার। স্যুইমিং পুলে শান্তির ডুব। তার সঙ্গেই তলছে সারার ব্রেকফাস্ট।