নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে উজ্জ্বল নাম সারা আলি খান। সইফ কন্যা অভিনয়ের পাশে ফ্যাশনেও মুগ্ধ করেছেন ইতিমধ্যেই। এবার তিনি লাল রঙের স্লিট দেওয়া ড্রেসে সাজলেন। এই গ্রীষ্ণেওপারদ আরও চড়ল মুহূর্তের মধ্যে। Sসারা আলি খান বলিউডে এখন অন্যতম চর্চিত অভিনেত্রী। কালো রঙের শিমারি ড্রেসে হট লুক সারার। শুধু অভিনয় নয়। যে কোনও ধরনের পোশাকেও তিনি ডিভা। গ্রাফিক প্রিন্টেড ড্রেসের সঙ্গে মানানসই জুতো। সারার দিক থেকে নজর ঘোরানো কঠিন। সিকুইন দেওয়া থ্রি পিস সেট। পার্টি লুকে স্পটলাইট কাড়ছেন সইফ কন্যা সারা। স্লিভলেস শর্ট ড্রেসে মিষ্টি লুক সারার। অভিনেত্রী হাসিখুশি আচরণ পছন্দ অনেকেরই। ফ্লোরাল এখন ফ্যাশনে ইন। হলুদ রঙের ফ্লোরাল কো অর্ড সেটে স্টাইলিশ লুক সারার। প্রিন্টেড মিনি ড্রেসে সারার হট লুক। অল্প বয়সেই সারার অনুরাগীর সংখ্যা চোখে পড়ার মতো। আদর্শ সামার লুক। সাদা শর্ট ড্রেসের সঙ্গে কোনও মেক আপ নেই। চোখে চশমা। এতেও ফ্যাশনিস্তা সারা।