1/ 5


স্বপ্না চৌধুরী। হরিয়ানা-পঞ্জাব জুড়ে শুধুই তাঁর নাম। স্টেজে ঠুমকা নাচে সকলের মন জয় করেছেন তিনি। কিন্তু জীবনের প্রথম নাচ তিনি নেচে ছিলেন মাত্র ৩১০০ টাকায়। আর এখন তিনিই কয়েক কোটি টাকার মালকিন। এত টাকা কোথা থেকে এল ! photo source collected
2/ 5


কয়েক দিন ধরে চর্চায় আছেন স্বপ্না। লুকিয়ে বিয়ে এবং সন্তানের জন্ম নিয়ে রহস্য তৈরি করেছেন স্বপ্না। তাঁর স্বামী বীর সাহুও বেশ জনপ্রিয়। তিনিও প্রচুর টাকার মালিক। সোশ্যাল মিডিয়ায় মানুষ প্রশ্ন তুলেছেন, তবে কি টাকার জন্যই বিয়েটা করেছেন স্বপ্না? photo source collected
3/ 5


না, টাকার জন্য তিনি বিয়ে করেননি। স্বপ্নার নিজের রোজগারে কোটি টাকার মালকিন। photo source collected
4/ 5


যে শো করতে তিনি নিতেন মাত্র ৩ হাজার টাকা। সেই শো করতেই এখন তিনি নেন ২৫ থেকে ৫০ লাখ টাকা। photo source collected