1/ 5


বলিউডে ১৩ বছর কাটিয়ে ফেললেন সোনম কাপুর। সোনম কাপুর ও রনবির কাপুরের প্রথম ছবি সাওরিয়া। এই ছবিতেই এই দুই জুটিকে প্রথম দেখেছিল দর্শক। photo source collected
2/ 5


সঞ্জয়লীলা বনশালির ছবি দিয়ে কেরিয়ারের শুরু মানে তা সব সময় একটা বড় বিষয়। তবে শুধু মাত্র অনিল কাপুরের মেয়ে বলেই প্রথম ছবিতে সুযোগ দিয়েছিলেন বনশালি?photo source collected
3/ 5


না তা একেবারেই নয়। বনশালি যখন সোনমকে দেখেছিলেন, তিনি জানতেনই না যে, সোনমের বাবা কে? photo source collected
4/ 5


সোনম অভিনয় নয়। চেয়েছিলেন সিনেমা পরিচালনা করতে। সেই মিটিং করতে গিয়েই দেখা হয় বনশালির সঙ্গে। তখন বনশালিই সোনমকে অভিনয় করতে বলেন। photo source collected