

ভারতের তারকা টেনিস প্লেয়ার সানিয়া মির্জা ৷ টিবি বা যক্ষ্মারোগের বিরুদ্ধে জন সচেতনতা বাড়ানোর জন্য এমটিভি প্রবিশন অ্যালোন টুগেদারে অভিনয় করতে চলেছেন ৷ Instagram @mirzasaniar.


আমাদের দেশে ৩০ বছরের নীচে যাঁদের বয়স তাঁরা ৫০ শতাংশ টিবি রোগে আক্রান্ত ৷ প্রতিটি মানুষের মধ্যে জন সচেতনতা গড়ে তুলতে ও রোগ সম্পর্কে মানুষের চিন্তাধারা বদলাতে ৷ এই ওয়েব সিরিজই বদলাতে পারে সমস্ত ভাবনাচিন্তা ৷ Instagram @mirzasaniar.


এই ওয়েব সিরিজের মূল বিষয়বস্তু হল এক সদ্য বিবাহিত দম্পতি বিকি ও মেঘা তাঁদের জীবনের নানান সমস্যা নানান টানাপোড়েন ৷ হঠাৎ লকডাউনের ফলে তাঁদের জীবনের বিভিন্ন সমস্যা ঘনীভূত হয়েছে ৷ Instagram @mirzasaniar.


এমনতি টিবি এমন এক ভয়ঙ্কর রোগ যার বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে সবাইকে ৷ করোনা সংক্রমণের ফলে ভবিষ্যতকে মজবুত আরও দৃঢ় করে তোলার সঙ্কল্প সবাইকে হাতে নিতে হবে ৷ ৷ এই ওয়েব সিরিজের মধ্যে দিয়ে গণ সচেতনতা গড়ে তুলতে হবে ৷ তবেই চিন্তাবাবনায় গঠনমূলক এক পরিবর্তন আসতে পারে ৷ Instagram @mirzasaniar.