

সোমবার মুম্বইয়ে লঞ্চ হয় টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৩ (Bigg Boss 13) ৷ লঞ্চিংয়ের অনুষ্ঠানে বেশ মস্তির মুডে দেখা গিয়েছে বলিউডের সুপারস্টার সলমন খানকে ৷ ঢোল ও নাগরার সঙ্গে লঞ্চিংয়ে এন্ট্রি নিতে দেখা যায় সলমনকে ৷ সঙ্গে উপস্থিত ছিলেন অর্জুন বিজলানি, আমিশা পটেল, সানা খান ও পুজা ব্যানর্জ্জি ৷ এই অনুষ্ঠানে মিডিয়ার সঙ্গে বেশ খোশমেজাজে কথা বলেন বলিউডের ভাইজান ৷ বিগ বাসের পাশাপাশি এদিন রাণু মণ্ডলকে বাড়ি ও গাড়ি উপহার দেওয়ার বিষয়েও কথা বলেন তিনি ৷


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রানাঘাটের রাণু মণ্ডলকে নিয়ে বিভিন্ন ধরনের খবর ছড়িয়ে পড়ে ৷ এরকমই একটি খবর প্রকাশ হয় যেখানে বলা হয় যে সলমন খান রাণু মণ্ডলকে ৫৫ লক্ষ টাকার বাড়ি গিফ্ট করেছেন ৷ তবে রাণু মণ্ডল অবশ্য এই খবরটি অস্বীকার করেন ৷ রাণুকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়ে দেন যে এই বিষয়ে তিনি কিছু জানেন না ৷ তিনি আরও বলেন যে খবরটি সত্যি হলে সলমন নিজেই এই বিষয়ে ঘোষণা করতেন বা তার সঙ্গে দেখা করতেন ৷


সোমবার পর্যন্ত সলমনের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ বিগ বস ১৩ এর লঞ্চ ইভেন্টে প্রথমবার রাণু মণ্ডলকে নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন সলমন খান ৷ মিডিয়ার তরফে তাকে রাণুকে বাড়ি উপহার দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে জানান, ‘আরে আমার আর ওনার মধ্যে কিছু নেই ৷ আমার নিজের বাড়ির সমস্যা রয়েছে ৷ আমি নিজে একটি বেডরুমের বাড়িতে থাকি ৷ না আমি কোনও বাড়ি দিয়েছে না কোনও গাড়ি ৷ ’