সম্প্রতি একাধিক কারণে খবরের শিরোনামে রয়েছেন রাণু মন্ডল ৷ বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টসে খবর ছড়িয়ে পড়ে যে বলিউড সুপারস্টার সলমন খান ৫৫ লক্ষ টাকার ফ্ল্যাট উপহার দিতে চলেছেন ৷ তবে রানাঘাটের আমরা সবাই শয়তান ক্লাবের সদস্য ভিকি বিশ্বাস জানিয়েছেন খবরটি সম্পূর্ণ ফেক ৷ ক্লাবের দু’জন সদস্য রাণুর ভিডিও রেকর্ড করে রানাঘাট স্টেশনে যেটা পরে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ এরপর থেকে রাণু সমস্ত বিষয়ে তারা নজর রাখছে ৷ তবে সলমনের ফ্ল্যাট উপহার দেওয়ার বিষয়টি কিছু জানেন না তারা ৷ সোশ্যাল মিডিয়ায় এই ফেক নিউজ ছড়ানো হয়েছে ৷
মুম্বইয়ে গান রেকর্ড করেছেন রাণু৷ গান গাইলেন হিমেশ রেশমিয়ার সঙ্গে ৷ হিমেশজি রাণুদির জন্য অনেক কিছু করেছেন এটা সত্যি ৷ তবে তাক পর থেকে অনেক খবর প্রকাশিত হয়েছে রাণুকে নিয়ে একদমই সত্যি নয় যেমন বিগ বসে যাবেন রাণু বা তাকে ফ্ল্যাট উপহার দেবেন সলমন ৷ ভিকি বিশ্বাস জানিয়েছেন যে গত কয়েকদিনে রাণুকে নিয়ে একাধিক ফেক নিউজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷