বিগ বস-এর মঞ্চে পালন করা হলো সলমনের বার্থডে
উইকেন্ড কা ওয়ার নিয়ে হাজির সলমন খান। সল্লু মিয়ার জন্মদিন। বিগ বস কোনো আয়োজন করবেন না। সেটা হতেই পারে না। নায়কের বার্থ ডে পালন করা হলো অত্যন্ত ধুমধাম করে। বলিউডের সুলতানের জন্মদিন সেলিব্রেট করতে বিগ বস-এ আসেন জ্যাকলিন ফারনানডিজ ও রবিনা ট্যান্ডন।


উইকেন্ড কা ওয়ার নিয়ে হাজির সলমন খান। সল্লু মিয়ার জন্মদিন। বিগ বস কোনো আয়োজন করবেন না। সেটা হতেই পারে না। নায়কের বার্থ ডে পালন করা হলো অত্যন্ত ধুমধাম করে।বলিউডের সুলতানের জন্মদিন সেলিব্রেট করতে বিগ বস-এ আসেন জ্যাকলিন ফারনানডিজ ও রবিনা ট্যান্ডন।


এইসব সেলিব্রেশন হওয়ার আগে সলমন প্রতিযোগীদের সঙ্গে খেলেন দারুণ এক গেম।প্রতিযোগী যাকে মনে করেন 'এন্টারটেইনমেন্ট এর নামে ধববা' তাঁর মুখে কাপ কেক লেপে দিতে হবে।


অ্যালি কেক লেপে দেন নিক্কির মুখে। কিন্তু নিক্কি মনে করেন আরশি ধববা। সোনালি, রুবিনা, আরশি, অভিনব, রাহুল মহাজন মনে করেন বিকাশ সব চেয়ে বড় ধববা। বিকাশের মুখ ভরে যায় কেক-এ।


বাড়ির সকলে সলমনের জন্মদিন উপলক্ষে ডান্স পারফর্ম করেন। সব চেয়ে এন্টারটেনিং পারফরম্যান্স করেন রাখি সওয়ান্ত ও রাহুল মহাজন। সব প্রতিযোগী সলমনের গানে পারফর্ম করেন।


উইকেন্ড কা ওয়ার নিয়ে হাজির সলমন খান। সল্লু মিয়ার জন্মদিন। বিগ বস কোনো আয়োজন করবেন না। সেটা হতেই পারে না। নায়কের বার্থ ডে পালন করা হলো অত্যন্ত ধুমধাম করে।


ধর্মেশ ও শ্যানাজ গিল দারুণ একটি পারফরম্যান্স করেন সলমনের জন্মদিন উপলক্ষে। এইসব সেলিব্রেশন হওয়ার আগে সলমন প্রতিযোগীদের সঙ্গে খেলেন দারুণ এক গেম।প্রতিযোগী যাকে মনে করেন 'এন্টারটেইনমেন্ট এর নামে ধববা' তাঁর মুখে কাপ কেক লেপে দিতে হবে। অ্যালি কেক লেপে দেন নিক্কির মুখে। কিন্তু নিক্কি মনে করেন আরশি ধববা। সোনালি, রুবিনা, আরশি, অভিনব, রাহুল মহাজন মনে করেন বিকাশ সব চেয়ে বড় ধববা। বিকাশের মুখ ভরে যায় কেক-এ। বাড়ির সকলে সলমনের জন্মদিন উপলক্ষে ডান্স পারফর্ম করেন। সব চেয়ে এন্টারটেনিং পারফরম্যান্স করেন রাখি সওয়ান্ত ও রাহুল মহাজন। সব প্রতিযোগী সলমনের গানে পারফর্ম করেন। জ্যাকলিন ও রবিনা, সলমনের সঙ্গে গেম খেলেন। তিনজন ডান্স করেন স্টেজে। সব শেষে কেক কাটিং হয়।