![[caption idattachment_508762 alignaligncenter width1200] মাদকচক্রের সঙ্গে যোগাযোগ ৷ এনসিবি-র জেরার মুখে পড়ে রীতিমতো বিপাকে সারা আলি খান ৷ আর মেয়ে সারার এই বিপদের সময়ই পাশে নেই সারার বাবা সইফ আলি খান৷
[/caption] [caption idattachment_508762 alignaligncenter width1200] মাদকচক্রের সঙ্গে যোগাযোগ ৷ এনসিবি-র জেরার মুখে পড়ে রীতিমতো বিপাকে সারা আলি খান ৷ আর মেয়ে সারার এই বিপদের সময়ই পাশে নেই সারার বাবা সইফ আলি খান৷
[/caption]](https://images.news18.com/static-bengali/2020/09/Saif-1.jpg)
![[caption idattachment_508762 alignaligncenter width1200] মাদকচক্রের সঙ্গে যোগাযোগ ৷ এনসিবি-র জেরার মুখে পড়ে রীতিমতো বিপাকে সারা আলি খান ৷ আর মেয়ে সারার এই বিপদের সময়ই পাশে নেই সারার বাবা সইফ আলি খান৷
[/caption] [caption idattachment_508762 alignaligncenter width1200] মাদকচক্রের সঙ্গে যোগাযোগ ৷ এনসিবি-র জেরার মুখে পড়ে রীতিমতো বিপাকে সারা আলি খান ৷ আর মেয়ে সারার এই বিপদের সময়ই পাশে নেই সারার বাবা সইফ আলি খান৷
[/caption]](https://images.news18.com/static-bengali/2020/09/Saif-1.jpg)
[caption idattachment_508762 alignaligncenter width1200] মাদকচক্রের সঙ্গে যোগাযোগ ৷ এনসিবি-র জেরার মুখে পড়ে রীতিমতো বিপাকে সারা আলি খান ৷ আর মেয়ে সারার এই বিপদের সময়ই পাশে নেই সারার বাবা সইফ আলি খান৷ [/caption]


সারার পাশে সইফ না থাকায় বলিউডে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গুঞ্জন৷ এমনকী, এই বিষয় নিয়ে নেটিজেনরা রীতিমতো এক হাত নিচ্ছেন সইফকে ৷


জানা গিয়েছে, সারার সঙ্গে মাদকযোগ থাকার জন্য গোটা দোষটা অমৃতা সিংকেই দিয়েছেন সইফ ৷ এক ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া খবর অনুযায়ী, সারার এই বিষয়টি নিয়ে তিক্ত আলোচনাতেও জড়িয়েছেন সইফ ও অমৃতা ৷ আর সইফ পুরো ব্যাপারটাতেই দোষ ঠেলেছেন অমৃতা সিংয়ের দিকে ৷


আসলে, গল্পটা রটে সইফ ও করিনার একসঙ্গে দিল্লি উড়ে যাওয়া নিয়েই ৷ লোকেরা বলছে, সারা পড়েছেন বিপাকে৷ আর এই অবস্থায় সারাকে একা ছেড়ে বউকে নিয়ে দিল্লি চলে গেলেন ! শোনা যাচ্ছে, সারাকে নিয়ে প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে বিবাদেও নাকি জড়িয়েছেন সইফ ৷ বার বার ফোন ও সাক্ষাতে তিক্ত আলোচনাও হয়েছে তাঁদের মধ্যে৷ আর তারপরই নাকি করিনার সঙ্গে দিল্লি যাওয়ার প্ল্যান করে ফেলেন সইফ৷