

বলিটাউনের সব থেকে চর্চিত দম্পতি সইফ আলি খান ও করিনা কাপুর খান। বয়সে করিনা অনেকটা ছোট নবাব পুত্র থেকে। প্রথম স্ত্রী অমৃতা সিংকে ডিভোর্স দিয়ে করিনাকে বিয়ে করেন সইফ। photo source collected


সকলেই ভেবেছিল এ বিয়েও বেশি দিন টিকবে না ! কিন্তু সে আশায় জল ঢেলেছেন সইফিনা। প্রথম সন্তান তৈমুরের পর দ্বিতীয় সন্তানের মা হবেন করিনা কাপুর খান। তাঁদের ভালোবাসার কথা কার না জানা ! কিন্তু জানেন কি এই সম্পর্ক টিকে যাওয়ার পিঁছনে বড় অবদান রয়েছে রানি মুখোপাধ্যায়ের। photo source collected


বেশ কিছু দিন আগে একটি টক শোতে এসে এই খবর জানান খোদ সইফ আলি খান। তিনি বলেন করিনা তাঁর জীবনের সেই নারী যে নিজের কেরিয়ার নিয়ে ভীষণ সফল। এবং সব সময় কাজ ভালোবাসে। এমন নায়িকার সঙ্গে কিভাবে প্রেম টেকাবেন তা নিয়ে চিন্তায় ছিলেন ছোটে নবাব। photo source collected


উপায় বাতলে দিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। সে সময় 'হাম-তুম' ছবির শ্যুটিং চলছে। আর এই কথা রানির সঙ্গে শেয়ার করেন সইফ। ঝটপট উপায় বাতলে দেন রানি। photo source collected


রানি তাঁকে বলেন, 'করিনাকে সব সময় একজন পুরুষের মতো প্রাধান্য দেবে। বাড়িতে কখনও লিঙ্গ বিবেধ এনো না। ওর কাজকে সম্মান করবে। তাহলেই প্রেম বিয়ে সব টিকে যাবে।' আর এই জাদুমন্ত্র মন থেকে মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে ছিলেন সইফ। আর তাতেই সফল দাম্পত্য জীবন সইফিনার। আর এই পুরনো বিষয় নিয়েই ফের একবার সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু করেছেন নেটিজেনরা।photo source collected