1/ 4


শিরোনাম পড়ে চমকে উঠবেন না ৷ এখন গোটা বলিউডে এরকমই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে যে মাদক চক্রে সারা আলি খানের নাম চলে আসার পর থেকেই নাকি সারার বাবা সইফ আলি খান, সারাকে একটু হলেও এড়িয়ে চলছেন !
2/ 4


আসলে, গল্পটা রটে সইফ ও করিনার একসঙ্গে দিল্লি উড়ে যাওয়া নিয়েই ৷ লোকেরা বলছে, সারা পড়েছেন বিপাকে৷ আর এই অবস্থায় সারাকে একা ছেড়ে বউকে নিয়ে দিল্লি চলে গেলেন !
3/ 4


শোনা যাচ্ছে, সারাকে নিয়ে প্রাক্তন স্ত্রীয়ের সঙ্গে বিবাদেও নাকি জড়িয়েছেন সইফ ৷ বার বার ফোন ও সাক্ষাতে তিক্ত আলোচনাও হয়েছে তাঁদের মধ্যে৷ আর তারপরই নাকি করিনার সঙ্গে দিল্লি যাওয়ার প্ল্যান করে ফেলেন সইফ৷