তাঁর সাম্প্রতিক ছবি আর আর আর-এর জন্য় শিরোনামে এসেছেন রামচরণ। ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, আলিয়া ভাট এবং অজয় দেবগণ। নিজের সাফল্য়ে মেতে উঠেছেন রামচরণ। মুম্বইয়ে কালো পোশাকে ক্য়ামেরাবন্দি হলেন অভিনেতা। হাতে কমলা কাপড় নিয়ে পায়ে হেঁটে ঢুকতে দেখা গিয়েছে তাঁকে। একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন তিনি। স্বামী আয়াপ্পার ভক্তরা ৪১ দিন ধরে এই অনুষ্ঠান পালন করেন। এই সময়ে, তাঁরা কালো পোশাক পরে খালি পায়ে হাঁটেন।. এদিকে, রাম চরণের চলচ্চিত্র RRR এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৮০০কোটি আয় করেছে এবং সম্ভবত বাহুবলী ২ এর রেকর্ডটি ভেঙে ফেলবে । RRR ছবিটি তেলুগু স্বাধীনতা সংগ্রামীদের জীবনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।