

এই অসম্ভব সময় যখন আমরা জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছি তখন আমাদের মনের অবস্থা অনেক সময়ই যেন ভেঙে পড়ছে। অনেকেই আছেন যারা নিজের প্রিয়জনকে হারিয়েছেন।আবার অনেকেই আছেন যারা নিজেরদের রোজগার হারিয়ে হয়ে পড়েছেন দিশাহীন।এরকম অবস্থায় নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও অনকের মনে এসেছে। কিন্তু এই কঠিন পরিস্থিতি হাত থেকে নিজেকে রক্ষা করার পথ হল নিজের সমস্যা নিয়ে কথা বলা। কথা বললে অনেক সময় হালকা হওয়া যায়। পাওয়া যায় সুরাহা।


এবারে সেই সমস্যার সন্ধানেই এগিয়ে এল 'সহায়তা' ক্লিনিক।ডঃ তথাগত চট্টোপাধ্যায় মনে করেন এই সময় কথা বলেও অনেক সমস্যার সমাধান করা যায়। কিন্তু কথা বলাটা খুবই দরকার।


এই উদ্যোগকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হাজির ছিলেন ঋতাভরী চক্রবর্তী। "আজকের দিনে অনলাইনেই যেখানে কথা বলার সুযোগ রয়েছে চিকিৎসকদের সঙ্গে,সেখানে এটা যে একটা বড় স্টেপ তা বলাই যায়।" জানান অভিনেত্রী।


মানসিক অবসাদ হোক বা মন খারাপ। নিজেদের সমস্যার কথা জানানোটাও যে ভীষণ ভাবে দরকার তা আজ সবার জানা।