1/ 4


গ্রেফতার রিয়া ৷ বেআইনি মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কারণে এনসিবি গ্রেফতার করেছে রিয়াকে ৷ আপাতত রিয়ার ১৪ দিনের জেল হেফাজত ৷
2/ 4


রিয়ার গ্রেফতার হওয়ার পরেই রিয়াকে উদ্দেশ্য করে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা লিখলেন, ‘যে অবসাদে ছিল, তাকে কীভাবে মাদক দিতে? এ কীরকম ভালবাসা !’
3/ 4


তবে এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় রিয়াকে উদ্দেশ্য করে অঙ্কিতা নানারকম মন্তব্য করেছেন ৷ তবে এবার অঙ্কিতার মন্তব্যের প্রতিবাদ করলেন রিয়ার ঘনিষ্ঠ বন্ধু শিবানি ডান্ডেকর ৷ রিয়ার হয়ে শিবানি লিখলেন, অঙ্কিতা ২ সেকেন্ডে ফেমাস হতে চাইছে ৷