

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় যখন ড্রাগ অ্যাঙ্গেল প্রকাশিত হয়েছে ঠিক সেই সময় থেকেই সিবিআইয়ের পাশাপাশি তদন্তে নেমেছে এনসিবি ৷ সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে এনসিবি ৷ গ্রেফতার হয়েছিলেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা-সহ বেশ কয়েকজন ৷ তারপর থেকে একমাস জেলে থাকার পরে শর্ত সাপেক্ষ জামিনে মুক্ত হয়েছেন রিয়া ৷ রিয়া জামিন পেলেও শৌভিক এখনও জেলেই আছেন ৷ সূত্রের খবর গভীর মানসিক চাপে আছেন ৷ জানতে পারা গিয়েছে রিয়ার মা বিশেষ যত্ন নিচ্ছেন তাঁর মেয়ের ৷ সেই বিষয়ে তিনিই জানিয়েছেন বিস্তারিত ৷ (ছবি সৌজনে এএনআই) ৷


২৮ দিন পরে রিয়া চক্রবর্তী জেল থেকে ছাড়া পেয়েছেন৷ মা সন্ধ্যা চক্রবর্তী কোনও ভাবেই নিজের চোখের জল চেপে রাখতে পারেননি ৷ টাইমস অফ ইন্ডিয়ার একটি খবরের ভিত্তিতে জানতে পারা গিয়েছে যখন তিনি জানতে পয়েছেন মেয়ে জামিন পেয়েছে তাঁর মুখ থেকে একটাই শব্দ বেরিয়েছে ভগবান আছেন ৷ মেয়ের জামিনের পরে সন্ধ্যা চক্রবর্তী জানিয়েছেন বিগত কয়েক মাস ধরে কেমন মানসিক চাপে আছে তাঁর পরিবার ৷ এক এক সময়ে তাঁর মনে হয়েছে যে তিনি কেন আত্মহত্যা করছেন না ৷ (Photo- Viral Bhayani).


মা সন্ধ্যা চক্রবর্তী জানিয়েছেন এখন তাঁর মেয়ে রিয়া বেশ কিছুটা নিশ্চিন্ত হতে পারবে , একটু বসতে পারবে ৷ এই বদনাম থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে ৷ এমনই এক থেরাপি করাতে হবে তাঁর মেয়েকে জানিয়েছেন সন্ধ্যা চক্রবর্তী ৷ সমগ্র ঘটনায় মেয়ে যে মানসিক আঘাত প্রাপ্ত হয়েছেন সেই আঘাত থেকে মেয়েকে বের করতে মায়ের প্রয়াস অনবরত চলছে ৷ তিনি মনস্থির করেছেন এই পরিস্থিতি থেকে মেয়েকে বের তিনি করবেন ৷ (ছবি instagram.com/rhea_chakraborty)


রিয়ার মা জানিয়েছেন মেয়ে জামিন পেয়েছে এটা স্বস্তির বিষয়, কিন্তু তাঁর আশঙ্কা এখনও শেষ হয়নি সব কিছু ৷ রিয়া জামিন পেলেও ভাই শৌভিক এখনও জেলেই আছেন ৷ তাঁর ছেলে জেলে বিছানাও পায়না যাতে সে শুতে পারে ৷ আমাদের গলা দিয়ে খাবার নামেনা ৷ রাত্রে ঘুমের মধ্যে খরাপ স্বপ্ন দেখলে উঠে বসে পড়ত শৌভিক ৷ বারেবারে দুঃখ প্রকাশ করছেন রিয়ার মা ৷ (Photo Credit- Viral Bhayani).