1/ 4


প্রতি মুহূর্তে মোড় ঘুরছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে ৷ একে একে সামনে আসছে চমকে দেওয়ার মতো তথ্য ৷ বিশেষ করে সুশান্তের বান্ধবী রিয়ার বিরুদ্ধে বিহার পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তদন্ত পেয়েছে নতুন গতি ৷
2/ 4


পুলিশ সূত্রে এবার সামনে এল এক অবাক করার মতো তথ্য ৷ জানা গিয়েছে, সুশান্তের বাড়িতে নাকি ‘আত্মা’ দেখতে পেতেন রিয়া ৷ এমনকী, সুশান্তের বাড়ির কর্মচারীরাও নাকি বহুবার বাড়িতে ভূতের অস্তিত্ব পেয়েছেন !
3/ 4


প্রথম থেকেই সুশান্তের বান্ধবী রিয়া প্রতি সন্দেহ পোষণ করেছেন অনেকে ৷ সুশান্তের পরিবারের লোকের কথাতেও বার বার এসেছে রিয়ার নাম ৷ কয়েকদিন আগে সুশান্তের টাকা নয়-ছয় করার অভিযোগও উঠেছিল রিয়ার বিরুদ্ধে ৷ আর এবার ভূত কিসসা !