1/ 4


সুশান্তের মৃত্যুর পর বার বার জেরা করা হয় অভিনেতার তৎকালীন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। উঠে আসতে থাকে বলিউডের একের পর এক তথ্য। সব থেকে বেশি সামনে আসে মাদকচক্রের কথা। photo source collected
2/ 4


রিয়া কিছুতেই ভাঙছিলেন না। নানা রকম কথা তিনি বলেছেন যার অনকটাই মিথ্যে প্রমানিত হয়েছে। এমনকি সুশান্তের দিদিদের দিকেও অভিযোগের আঙুল তোলেন তিনি।photo source collected
3/ 4


তবে তৃতীয় দিনের এনসিবি জেরার মুখে ভেঙে পড়লেন রিয়া চক্রবর্তী। সূত্রের খবর, মাদক সেবন করেন তিনি, এই কথা মেনে নিয়েছেন রিয়া। সৌভিক ও রিয়ার কাছ থেকে ২৫ জন বলিউড সেলেবের নাম মিলেছে, যাঁরা এই মাদক চক্রের সঙ্গে যুক্ত।photo source collected