বেঁচে থাকলে বয়স হত ৩৫, জন্মদিনে ফিরে দেখা সুশান্ত সিং রাজপুতের কিছু জীবন-মুহূর্ত
কী হতে পারত, সে নিয়ে একাধিক জল্পনা জারি। প্রিয়জনের চলে যাওয়ার পর মন আমাদের এমনই নানা ভাবনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সঙ্গে চলতে থাকে জীবনের নানা সময় হাতড়ে হাতড়ে স্মৃতিচারণের পালা।


সুশান্ত সিং রাজপুতের অকস্মাৎ প্রয়াণও ঠিক এই এক ব্যাপারের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের। বিশেষ করে তাঁর পরিবারের সদস্যদের। যে উজ্জ্বল ভবিষ্যৎ তাঁর জন্য অপেক্ষা করে ছিল, আজ তার প্রসঙ্গ তোলা বড় বেদনাদায়ক। কিন্তু স্মৃতি কেবলই বলে চলে- বেঁচে থাকলে আজ বলিউডের এই অন্যতম প্রতিভাবান নায়কের বয়স হত ৩৫ বছর।


সন্দেহ নেই, তাঁর অভিনীত ছবিগুলোর মধ্যে দিয়েই অমর হয়ে থাকবেন সুশান্ত। পাশাপাশি, দিদি শ্বেতা সিংয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ফিরে দেখা যাক নায়কের জীবনের কিছু মুহূর্ত।


বিদায়বেলায়- নায়কের মৃত্যুর খবর যখন সারা দেশকে স্তম্ভিত করে দিয়েছে, তখন দিদি শ্বেতার মর্মান্তিক এই পোস্টে ঝরে পড়েছে অশ্রুসজল পারিবারিক স্মৃতিচারণ। তিনি জানিয়েছেন যে মা-বাবা বরাবর এক পুত্রসন্তান চাইতেন। আজ সেই সন্তান রইল না, সেই শোক গুমরে ফিরেছে লেখার প্রতি ছত্রে।


দেখা হবে- কোনও না কোনও জগতে, কোনও না কোনও সময়ে তাঁরা দু'জনে যে সব সময়ে একে অপরের পাশে থাকবেন, সে কথার জানান দিচ্ছে শ্বেতার এই পোস্ট। মনখারাপের মধ্যেও যেখানে আলো ছড়িয়েছে সুশান্তের হাসি!


অটুট বন্ধন-ভাই-বোনের সম্পর্ক অটুট তো বটেই যা প্রতি বছর মনে করিয়ে দেয় রাখি উৎসবের উদযাপন। সেই স্মৃতি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্বেতা। এখানেও ধরা দিয়েছে সুশান্তের ছোটবেলার এক ঝলক।


ফ্যামিলি টাইম-সাফল্যের শিখরে উঠেও সুশান্ত নিজের পরিবারের কাছে ছিলেন একেবারে ঘরোয়া! আত্মীয়ের বিয়েতে দিদি শ্বেতার সঙ্গে তাঁর এই নাচ সে কথা প্রমাণ করে দিচ্ছে। সুশান্তের পোশাকও বলে দিচ্ছে কতটা ক্যাজুয়ালি তিনি মেলামেশা করতেন নিজের পরিজনদের সঙ্গে।