দীপিকা সম্পর্কে রণবীর বলছেন, "দীপিকার সঙ্গে আমার ১০ বছর কেটে গিয়েছে। কিন্তু ও এখনও আমায় প্রতিদিন অবাক করে। আমাদের বিয়ের ৪ বছর হয়ে গেল। কিন্তু এখনও মনে হয়, এই তো সেদিন। ও কখনও খুব মিষ্টি। কখনও খুব মশলাদার। ও আমার কাছে সবকিছু। ও আমার প্রেমিকা, বন্ধু, এবং আমার জীবনে সবচেয়ে যেটা ভাল হয়েছে সেটা ও।"