তাঁর কথায়, তিনি দর্শকদের সামনে নিজের মন ও আত্মাকে নগ্ন করেছে অভিনয়ের জন্য। ওটাই আসল নগ্নতা তাঁর কাছে। জানা যাচ্ছে, প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এই ফোটোশ্যুট করেছেন রণবীর। বার্ট রেনল্ডসও এমন ছক ভাঙা ফোটোশ্যুট করে বার বার খবরে উঠে আসতেন।