1/ 3


একদিকে রণবীর-আলিয়া প্রেমগুঞ্জন, অন্যদিকে বলিউড মেতে উঠেছে রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে ৷ গুঞ্জন এতটাই, যে রটে গিয়েছে সব নাকি ফাইনাল ৷ অনুষ্কা-বিরাটের মতো ইতালিতেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর ও দীপিকা !
2/ 3


বলিউড গুঞ্জনে আপাতত এই খবরটাই উড়ছে ৷ সব নাকি রেডি ৷ অনেক দেখে শুনে নাকি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বিয়ের জন্য বেছে নিয়েছেন ইতালির লেক কোমোকেই ৷
3/ 3


একটি ইংরেজি ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী, দীপিকা ও রণবীর দু’জনেই নাকি চেয়েছিলেন, সু্ন্দর, শান্ত জায়গায় হোক তাঁদের বিয়ে ৷ আর সেই কারণেই, বহুদিন থেকে খুঁজছিলেন রোমান্টিক একটি জায়গা ৷ অনেক খুঁজে নাকি ইতালির লেক কোমোকেই সবুজ সংকেত দিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ৷ এবার শুধু সানাই বাজানোর পালা ৷ অনুষ্কা ও বিরাটের পরে ফের এক সেলেব বিবাহ দেখতে চলেছে সুদূর ইতালি ৷