যেদিন থেকে রটে গিয়েছিল যে আলিয়া-রণবীর প্রেমের সম্পর্কে জড়িত, সেদিন থেকেই গোটা মুম্বইয়ে আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে হইহই পড়ে গিয়েছিল ৷ তারপর দীপিকা যখন টুক করে বিয়ে করে ফেললেন, ক্যাটরিনা যখন নিজেকে একেবারে রণবীরের থেকে সরিয়ে ফেললেন, তখন তো রণবীরের সঙ্গে আলিয়া বিয়ে নিয়ে গুঞ্জন পাড়ায় নানা কথা !