1/ 4


যেদিন থেকে রটে গিয়েছিল যে আলিয়া-রণবীর প্রেমের সম্পর্কে জড়িত, সেদিন থেকেই গোটা মুম্বইয়ে আলিয়া ও রণবীরের বিয়ে নিয়ে হইহই পড়ে গিয়েছিল ৷ তারপর দীপিকা যখন টুক করে বিয়ে করে ফেললেন, ক্যাটরিনা যখন নিজেকে একেবারে রণবীরের থেকে সরিয়ে ফেললেন, তখন তো রণবীরের সঙ্গে আলিয়া বিয়ে নিয়ে গুঞ্জন পাড়ায় নানা কথা !
2/ 4


তবে এখন আর লুকোচুরি নয় ৷ আলিয়া ও রণবীর একেবারে প্রকাশ্যে স্বীকার করে ফেলেছেন তাঁদের প্রেমের কথা ৷ একসঙ্গে ঘুরছেন, একসঙ্গে থাকছেন, একসঙ্গে আড্ডা দিচ্ছেন, সুন্দর সময় কাটাচ্ছেন ৷ আর বিয়ে?
3/ 4


বিয়ে নিয়ে এবার প্রথমবার মুখ খুললেন রণবীর ৷ এক ইংরেজি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, ‘করোনা না এলে হয়তো এ বছর বিয়েটা করেই ফেলতাম ৷ এই করোনার জন্যই সব ভেস্তে গেল ৷ ’