সদ্য মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'ব্রহ্মাস্ত্র'-র ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে রণবীর কপূর এবং আলিয়া ভট্ট অভিনীত ছবির ট্রেলার। তারই মাঝে প্রকাশ পেল রণবীর, আলিয়া, মৌনী রায় প্রমুখের পর্দার পিছনের রসায়ন, রইল তারই ছবি।
2/ 12
খাবার খেতে খেতে ছবি নিয়ে গভীর আলোচনায় বসেছেন ছবির নায়ক-নায়িকা এবং পরিচালক। তৈরি হচ্ছে ছবি।
3/ 12
আগুন নিয়ে খেলছেন রণবীর। থুড়ি, খেলছেন না, আগুন নিয়ে অভিনয় করতে হবে যে তাঁকে। তারই প্রশিক্ষণ চলছে।
4/ 12
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। বর্ষীয়ান অভিনেতার সঙ্গে দৃশ্য নিয়ে আলোচনায় ব্যস্ত পরিচালক অয়ন।
5/ 12
ছবির খলনায়িকা, বাঙালিনী মৌনী রায়কে দৃশ্য বোঝাচ্ছেন আর এক বাঙালি অয়ন মুখোপাধ্যায়।
6/ 12
দক্ষিণী তারকা নাগার্জুনের সঙ্গে কথোপকথনে ব্যস্ত পরিচালক। তাঁকেও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে।
7/ 12
বরফাবৃত পাহাড়ের ধারে অমিতাভ এবং রণবীরের সঙ্গে দৃশ্য নিয়ে আলোচনায় মগ্ন অয়ন।
8/ 12
পিছন ফিরে রয়েছেন কে? ছবির শ্যুটিংয়ের এমনই একটি ছবি প্রকাশ্যে এসেছে। ভক্তদের ধারণা, এই অভিনেতা আসলে বলিউডের কিং খান, শাহরুখ। যদিও এই বিষয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি।
9/ 12
'ব্রহ্মাস্ত্র'-র ছবির শ্যুটিং সেটের একটি চিত্র।
10/ 12
শ্যুটিং শেষ হওয়ার পর গলায় মালা পরে ক্যামেরায় পোজ দিয়েছেন ছবির তিন চালিকা শক্তি, নায়ক রণবীর, নায়িকা আলিয়া এবং পরিচালক অয়ন।
11/ 12
'কেসরিয়া তেরা' গানের শ্যুটিংয়ের পর নৌকায় বসে সাধুদের সঙ্গে ছবি তুলেছেন নায়ক নায়িকা।
12/ 12
'ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিব' মুক্তি পাবে আগামী সেপ্টেম্বর মাসের ৯ তারিখ। অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলিউডপ্রেমীরা।