অভিনেত্রী রকুল প্রীত সিং এক সময়ে মাদক যোগে জড়িয়েছিলেন। সেসব এখন অতীত। সম্প্রতি সাদা এথনিক পোশাকে পারদ চড়ালেন। লেহেঙ্গার সঙ্গে ব্রালেট ও জ্যাকেট। জ্যাকেটের ফাঁক থেকে উঁকি মারছে অ্যাবস। সাদা ও কালোয় ফ্লোরাল লেহেঙ্গায় রকুৱ প্রীত সিং। এই পোশাকে সুন্দরী রকুল । লেহেঙ্গার সঙ্গে খোলামেলা ব্রালেট। গলায় ভারী চোকার নজর কাড়ছে। হলুদ জমকালো লেহেঙ্গার সঙ্গে হল্টার টপ। বোহো চিক লুকে রকুল প্রীত। বোহো চিক লুকে নজর কাড়ছে কানের বড় দুল। উজ্জ্বল লুকে অভিনেত্রী। গোলাপি ব্রালেটের সঙ্গে ফ্লোরাল সিকুইনড শাড়ি। এথনিক লুকেও হিট অভিনেত্রী। হাসিলে তো মুক্তা ঝরে। জমকালো কুর্তি ও লেহেঙ্গায় রকুল। যে কোনও বিয়ের অনুষ্ঠানে পরাই যায় এই পোশাক। ল্যাভেন্ডার রঙের ফুল হাতা আনারকলিতে রকুল প্রীত সিং। এই পোশাকে নিঃসন্দেহে সুন্দরী অভিনেত্রী। ল্যাভেন্ডার রঙের ফুল হাতা আনারকলিতে রকুল প্রীত সিং। এই পোশাকে নিঃসন্দেহে সুন্দরী অভিনেত্রী।