অভিনেত্রী রকুল প্রীত সিং এক সময়ে মাদক যোগে জড়িয়েছিলেন। সেসব এখন অতীত। সম্প্রতি সিল্কের লেহেঙ্গায় নজর কাড়লেন তিনি। সিল্কের লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং ব্রালেট। নির্মেদ মিডরিফ স্পষ্ট রকুল প্রীতের। ফ্লোরাল প্রিন্টেড শাড়িতে মুগ্ধ করেছেন রকুল। পিঠে বাঁধা একটি মাত্র গিঁট। ব্যাকলেস ব্লাউজে পারদ চড়ালেন অভিনেত্রী। লেহেঙ্গার সঙ্গে ব্রালেট আর তার সঙ্গে ব্লেজার। ফ্যাশনিস্তা রকুল। ইন্দো ওয়েস্টার্ন লুকেও নজর কেড়েছেন রকুল প্রীত। নজর ঘোরাবে কার সাধ্য। হলুদ জমকালো লেহেঙ্গার সঙ্গে হল্টার টপ। বোহো চিক লুকে রকুল প্রীত। বোহো চিক লুকে নজর কাড়ছে কানের বড় দুল। উজ্জ্বল লুকে অভিনেত্রী। সাদা ও কালোয় ফ্লোরাল লেহেঙ্গায় রকুৱ প্রীত সিং। এই পোশাকে সুন্দরী রকুল । লেহেঙ্গার সঙ্গে খোলামেলা ব্রালেট। গলায় ভারী চোকার নজর কাড়ছে।