অভিনেত্রী রকুল প্রীত সিং আজকাল প্রায়ই সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে আসছেন। প্যান্টস্যুটে ফ্যাশন গোল সেট করলেন নায়িকা। রকুলের সৌন্দর্যে অনেকেই মুগ্ধ। কানের দুল নজর কাড়ছে এই পোশাকের সঙ্গে। হাই ওয়েস্ট প্যান্টের সঙ্গে ক্রপ টপ। ফ্যাশন জগতে চর্চিত নাম তিনি। লাল রঙের বডিকন ড্রেসে স্পষ্ট আওয়ারগ্লাস ফিগার। সৌন্দর্যে পাল্লা দিচ্ছেন অনেককেই। পোশাকের সঙ্গে রকুল প্রীত সিং এর মেক আপ ও গয়নাও মানানসই। সাদা প্যারালাল প্যান্টের সঙ্গে অফ শোল্ডার রাফল টপ। ফ্যাশনিস্তা লুক রকুল প্রীত সিংএর। চোখের ভাষায় কুপোকাত বহু অনুরাগী। পোশাকের সঙ্গে কানের দুল নজর কাড়ছে। এই পোশাকে রকুলের টোনড লেগস স্পষ্ট। কানে সিলভার দুল পরেছেন। এক সময়ে মাদক যোগে নাম জড়িয়েছিল রকুলের। সেসব এখন অতীত।