

প্রিয়ঙ্কা সরকার। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। ছোট পর্দা থেকে বড় পর্দা সবেতেই অভিনয়ে প্রশংসা পেয়েছেন তিনি। টলিউডের প্রায় সব পরিচালকদের সঙ্গেই কাজ করেছেন তিনি। টলিউডে কাজ শুরু করার পর ভালোবাসার সম্পর্ক তৈরি হয় অভিনেতা রাহুলের সঙ্গে। যদিও পর্দায় প্রথম অভিনয়ে তাঁদেরকে ভাই-বোনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। photo source Instagram


এর পর 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে তাঁরা প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেন। এই ছবি থেকেই ভালোবাসার শুরু। তারপর বিয়ে। বেশ কয়েক বছর চুটিয়ে সংসার। তারপর ছেলে সহজের জন্ম। বদলে গেল রাহুল-প্রিয়াঙ্কার জীবন। photo source Instagram


সহজের জন্মের পরই সম্পর্কে তিক্ততা শুরু হয় তাঁদের। পরিণতি ডিভোর্স। মা প্রিয়াঙ্কার সঙ্গেই থাকে ছোট্ট সহজ। কিন্তু মাঝে মধ্যে বাবা রাহুলের কাছেও থাকে সে। বাবা মায়ের সম্পর্ক যাই হোক না কেন, ছেলে মন চাইলে যার কাছে ইচ্ছে থাকতে পারে। তবে বেশির ভাগ সময় থাকে মায়ের সাথেই। photo source Instagram


করোনার জন্য বহুদিন গৃহবন্দি থাকতে হয়েছে তাঁদের। ছোট্ট ছেলেকে নিয়েই বাড়িতে কাটিয়েছেন প্রিয়াঙ্কা। এবার করোনার দাপট সামান্য কমতেই ছেলেকে নিয়ে সমুদ্রে বেড়াতে চলে যান তিনি। photo source Instagram