সংবাদমাধ্যমে প্রকাশ, পরিণীতির সম্ভাব্য বয়ফ্রেন্ড রাঘব চড্ঢার সঙ্গে আলাপ করতে পারেন প্রিয়ঙ্কা৷ তাঁর মু্ম্বই আগমনের সঙ্গে জড়িয়ে আছে সিটাডেলের প্রচারপর্বও৷ তবে পরিবারের জন্য নাকি এবার বেশ কিছুটা সময় রাখছেন প্রিয়ঙ্কা৷ তিনি এসেছেন বলে ঘরোয়া অনুষ্ঠানও হতে পারে৷