বর্ষার এই রোমান্টিক মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া জীবনের এক রোমান্টিক অধ্যায়ের সূচনা করতে চলেছেন ৷ দেশি গার্লের ভারতে আসার সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়েছে তাঁর বিয়ের পাকা দেখার খবর ৷ শোনা যাচ্ছে মার্কিন বন্ধু নিক জোনসের সঙ্গে পাকাদেখার কথার গুঞ্জনই চারিদিকে ৷ ছবি সংগৃহীত ৷