নিককে যে প্রিয়াঙ্কা একেবাকে চোখে হারান, তা আর নতুন করে কিছু বলার নেই ৷ অন্যদিকে নিকও যে প্রিয়াঙ্কা ছাড়া কিচ্ছুটি জানেন না, চেনেন না, তাও রয়েছে প্রমাণ ৷ আর তাই তো নিক ছাড়়া প্রিয়াঙ্কাকে দেখতে পাওয়াটা এখন প্রায় অসম্ভব ! তা মেট গালা হোক কিংবা কান চলচ্চিত্র উৎসবে ৷ প্রিয়াঙ্কা-নিকের প্রেম পর্ব চলছে, চলবে...