

খুব অল্প সময়ের মধ্যেই টিআরপিতে বেশ ওপর দিকেই জায়গা করে নিয়েছে মহাপীঠ তারাপীঠ ধারাবাহিক ৷ গল্পের বাঁধনি, টানটান উত্তেজনা সবর্পরি মা তারার পীঠস্থানের নেপথ্যের গল্প নিয়ে আলাদা আবেগ তো রয়েইছে সবার মনে ৷


এবার সেই ধারাবাহিকেই আসতে চলেছে একেবারে নতুন চমক ৷ টেলি দুনিয়ায় কান পাতলেই মোটামুটি শোনা যাচ্ছে এই চমক নাকি একেবারে তাক লাগিয়ে দেবে মহাপীঠ-তারাপীঠের দর্শকদের ৷


[caption id="attachment_544911" align="aligncenter" width="767"] ভাবছেন কোন চমক? সবুর করুন মশাই ৷ গপ্পোটা হল, জনপ্রিয় এই ধারাবাহিকে এবার প্রবেশ করতে চলেছেন এক দস্যু ৷ এদিক-ওদিক থেকে যা শোনা যাচ্ছে, এই দস্যুর আদব-কায়দা একেবারে দস্যু রত্নাকরের সঙ্গে হুবুহু মিলছে ৷ তাহলে প্রশ্ন উঠতেই পারে, এবার কী মহাপীঠ তারাপীঠে বাল্মিকীর প্রবেশ ঘটবে ৷ রত্নাকর থেকে বাল্মিকীর গল্পই কী এবার জায়গা করে নেবে এই ধারাবাহিকে ! প্রশ্নের উত্তরে শুধুই রয়েছে আভাস ৷ ধারাবাহিকের টিম জানিয়েছেন, দেখুন না কী হয় ৷ সাসপেন্স ভেঙে লাভ রয়েছে ! [/caption]