1/ 4


এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, বনশালির মতো করে তাঁকে আজ পর্যন্ত কেউ সাজাতে পারেনি ৷ দীপিকাকে কতটা খাঁটি কথা বলেছিলেন তাঁর প্রমাণ রয়েছে রামলীলা, বাজিরাও মস্তানি, পদ্মাবতী ! বিশেষ করে বাজিরাও মস্তানিতে দীপিকাকে যেন ছবির মতো করে সাজিয়ে ছিলেন বনশালি ৷
2/ 4


সেই বনশালির সঙ্গে ফের জুটি বাঁধলেন দীপিকা ৷ সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি গঙ্গুবাঈ কাঠিয়াবাড়িতে দীপিকাকে একেবারে নতুন অবতারে দেখা যাবে ৷ সেই ছবির শ্যুটিং ফ্লোর থেকেই ফাঁস হয়ে গেল দীপিকার একটি ছবি ৷ যা দেখে নেটিজেনরা বলে উঠলেন তুমিই সুন্দরী !
3/ 4


সূত্রের খবর অনুযায়ী, শ্যুটিং ফ্লোরে ৩ থেকে ৪ ঘণ্টা ছিলেন দীপিকা ৷ বনশালির সঙ্গে ছবি নিয়ে নানা আলোচনাতে মেতে উঠেছিলেন নায়িকা ৷