ইন্ডিয়ান আইডল সিজন ১২-তে নজর কেড়েছিল পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। তাঁদের নতুন আদুরে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (Pawandeep Rajan and Arunita Kanjilal)
2/ 9
টেলিভিশনের জনপ্রিয় গানের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল ১২-র মঞ্চে নজর কেড়েছিলেন দুই প্রতিযোগী।
3/ 9
চ্যাম্পিয়ন হয়েছিলেন উত্তরাখণ্ডের পাহাড়ি ছেলে পবনদীপ রাজন ও দ্বিতীয় স্থানে ছিলেন বাংলার বনগাঁর মেয়ে অরুণিতা কাঞ্জিলাল।
4/ 9
অনুষ্ঠান চলাকালীনই পবনদীপ ও অরুণিতার মধ্যে রসায়ন জমে উঠেছে বলে অনেক সময়ই শোনা যেত।
5/ 9
শো-এর সঞ্চালক থেকে বিচারক এবং ভক্তরাও জুটি তৈরি করে ফেলেছিলেন পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালকে।
6/ 9
সোশ্যাল মিডিয়ায় 'অরুদীপ'-এর ফ্যানপেজে এই ছবি ও ভিডিওগুলি শেয়ার করেছে পরিবার, বন্ধু-অনুরাগীরা।
7/ 9
ইন্ডিয়ান আইডলের মঞ্চেই চ্যাম্পিয়ানের নাম ঘোষণার পরই স্টেজ সাক্ষী ছিল পবন-অরুণিতার 'প্রেমকাহিনি'র।
8/ 9
পবনদীপের নাম ঘোষণার পর তিনি জড়িয়ে ধরেন অরুণিতাকে। প্রথম ও দ্বিতীয় হওয়ার এই আনন্দের মাঝেও যেন পূর্ণতা পেয়েছিল তাঁদের বিশেষ 'বন্ধুত্ব'-এর সম্পর্ক।
9/ 9
পবন বা অরুণিতা কেউই নিজে মুখে সম্পর্কের কথা স্বীকার না করলেও, ইন্ডিয়ান আইডলের বেশিরভাগ ফ্যানই তাঁদেরকে প্রেমিক-প্রেমিকা হিসেবেই মেনে নিয়েছেন। যা এখনও একই রকম রয়েছে।