হোম » ছবি » বিনোদন » লাল অফশোল্ডার গাউনে ধরা দিলেন পরিণীতি চোপড়া! আওয়ারগ্লাস ফিগারে সোশ্যালে ঝড়
Parineeti Chopra : লাল অফশোল্ডার গাউনে ধরা দিলেন পরিণীতি চোপড়া! আওয়ারগ্লাস চেহারায় সোশ্যালে ঝড় তুললেন
Bangla Digital Desk
1/ 10
অভিনেত্রী পরিণীতি চোপড়া এই মুহূর্তে রিয়্যালিটি শো হুনারবাজ নিয়ে ব্যস্ত। অভিনেত্রী ওজন কমানোর পর থেকেই নানা রমের পোশাকে ফোটোশ্যুট করেন।
2/ 10
সম্প্রতি এই লাল রঙের অফ শোল্ডার গাউনে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন পরিণীতি চোপড়া।
3/ 10
লেডিস ভার্সাস রিকি বেহেল ছবি থেকে বলিউডে অভিনয় শুরু পরিণীতির। সেই সময়ে ওজন বেশ কিছুটা বেশি ছিল অভিনেত্রীর।
4/ 10
ওজন বেশি হওয়ায় নানা রকমের ট্রোলিং এরও শিকার হয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন। তবে ওয়ার্কআউট ও ডায়েটের মাধ্যমে অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন তিনি।
5/ 10
বিভিন্ন সাহসী পোশাকেও দেখা যায় অভিনেত্রীকে। লাল রঙের বিকিনিতে ঝড় তুলেছেন অভিনেত্রী।
6/ 10
টুকটুকে লাল রঙের প্যান্টস্যুট পরেছেন পরিণীতি। তার সঙ্গে মানানসই সাজ।
7/ 10
লাল রঙের মিনি আউটফিটে পরিণীতি চোপড়া। ইশকজাদে ছবি থেকে প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী।
8/ 10
ইশকজাদে ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অর্জুন কাপুর। দুজনের রসায়ন পছন্দ করেছিলেন দর্শকরা। দুজনের মধ্যে এখনও খুব ভালো বন্ধুত্ব আছে।
9/ 10
এর পরে হাসি তো ফাসি, শুদ্ধ দেসি রোম্যান্সের মতো ছবিতে নজর কাড়েন অভিনেত্রী।
10/ 10
কিছুদিন আগে নেটফ্লিক্সের ছবি দ্য গার্ল অন দ্য ট্রেনে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।
Parineeti Chopra : লাল অফশোল্ডার গাউনে ধরা দিলেন পরিণীতি চোপড়া! আওয়ারগ্লাস চেহারায় সোশ্যালে ঝড় তুললেন
ওজন বেশি হওয়ায় নানা রকমের ট্রোলিং এরও শিকার হয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন। তবে ওয়ার্কআউট ও ডায়েটের মাধ্যমে অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন তিনি।