মুম্বইয়ে ফিরে যশরাজ ফিল্ম স-এর মার্কেটিংয়ের কাজ করতে করতে ২০১১ সালে বড় পর্দায় পা রাখলেন পরিণীতি। তার পর কেটে গিয়েছে কয়েক বছর। গত বছর ঘনিষ্ঠ বন্ধু মারফত ‘চমকিলা’ ছবির সেটে এত বছর পর দেখা হয় রাঘব-পরিনীতির।
সেখান থেকেই শুরু প্রেম পর্বের। ছবির পঞ্জাবে চলছিল শ্যুটিং। অন্য দিকে ভোট প্রচারে পঞ্জাবে আসা-যাওয়া লেগেই থাকত রাঘবের।