1/ 5


পাকিস্তানের জনপ্রিয় গায়ক-অভিনেতা মোহসিন আব্বাস হয়দারের নামে গুরুতর অভিযোগ আনলেন তাঁর স্ত্রী ফতিমা সোহেল ৷
2/ 5


সোশ্যাল মিডিয়ায় ফতিমা সম্প্রতি লিখেছেন তাঁর স্বামী মোহসিন খুবই অত্যাচার করে আমাকে ৷ মাটিতে ফেলে লাথিও মেরেছে আমাকে ৷
3/ 5


ফতিমা সোশ্যাল মিডিয়ায় আরও লেখেন, ‘বহুদিন ধরেই সন্দেহ ছিল স্বামীর আচরণের ওপর ৷ তারপর একদিন হাতেনাতে ধরে ফেলি স্বামীকে ৷ অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল ৷’
4/ 5


ফতিমার কথায়, ‘আমি তখন গর্ভবতি ৷ সে অবস্থায় আমাকে চুল ধরে টেনে, মাটিতে ফেলে মারধর শুরু করে ৷ পেটেও লাথি মারে আমার ৷ কিল মারতে থাকে ৷’
5/ 5


ফতিমা জানান, ‘ভগবানের কৃপায় আমার সন্তানের কিছু হয়নি ৷ ১৯ - মে আমি মেয়ের জন্ম দিয়েছি ৷ তবে আমি এই ঘটনা পরিবারের কাছে বলিনি ৷ কিন্তু এখন আর মানসিক চাপ নিতে পারছি না ৷ তাই জানাতে বাধ্য হলাম ৷ ’
Loading...