হোম » ছবি » বিনোদন » বিয়ের এক বছরেই দাম্পত্যে কালো মেঘ ? নুসরত জাহানের জীবনে ত্রিকোণ প্রেম

বিয়ের এক বছরেই দাম্পত্যে কালো মেঘ ? নুসরত জাহানের জীবনে ত্রিকোণ প্রেম

  • Bangla Editor

  • 17

    বিয়ের এক বছরেই দাম্পত্যে কালো মেঘ ? নুসরত জাহানের জীবনে ত্রিকোণ প্রেম

    একটা সময় ছিল, ব্যবসায়ী নিখিল জৈন (Nikhil Jain) আর অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) প্রেম টলিউডের অলিগলিতে চর্চার বিষয় ছিল। এর আগে এক বিখ্যাত প্রযোজনা সংস্থার এক কর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছেন নুসরত, অন্তত গুজব তাই বলত। নুসরতের জন্য সেই কর্তা এবং তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়েছে এটাও বলা হয়। পরে জানা যায় ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা।

    MORE
    GALLERIES

  • 27

    বিয়ের এক বছরেই দাম্পত্যে কালো মেঘ ? নুসরত জাহানের জীবনে ত্রিকোণ প্রেম

    ২০১৯-এ সাত পাকে বাঁধা পড়েন দুজনে। এর পর থেকে ইন্সটাগ্রামে (Instagram) দুজনেই জমিয়ে অন্তরঙ্গতার নানা মুহূর্ত শেয়ার করতেন। ধরা পড়ত দু'জনের দাম্পত্য জীবনের নানা ছবি।

    MORE
    GALLERIES

  • 37

    বিয়ের এক বছরেই দাম্পত্যে কালো মেঘ ? নুসরত জাহানের জীবনে ত্রিকোণ প্রেম

    কিন্তু কিছু দিনের মধ্যেই এই ঝলমলে ছবিতে ধুলো জমে গেল? নিখিলের জন্মদিনের আগের রাত্রে আচমকা হাসপাতালে ভর্তি হন নুসরত। জৈন পরিবার সংবাদমাধ্যমকে অন্য বিবৃতি দিলেও, কানাঘুষো শোনা গিয়েছিল যে ঘুমের ওষুধের ওভারডোজ ছিল নায়িকার অসুস্থতার কারণ। শোনা গিয়েছিল যে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন নিখিল আর সেই জন্যই মানসিক ভাবে ভেঙে পড়েছেন নুসরত।

    MORE
    GALLERIES

  • 47

    বিয়ের এক বছরেই দাম্পত্যে কালো মেঘ ? নুসরত জাহানের জীবনে ত্রিকোণ প্রেম

    তবে তারকাদের ব্যাপার হল ওই যাকে হিন্দিতে বলে- যো দিখতা হ্যায় উও হোতা নেহি! নিখিল কার সঙ্গে প্রেম করছেন সেটা জানা না গেলেও টলিউডে জোর খবর, 'এসওএস' (SOS) ছবির সহ অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে প্রেম করছেন নুসরত। দু'জনে একসঙ্গে ঘুরে এসেছেন রাজস্থানেও।

    MORE
    GALLERIES

  • 57

    বিয়ের এক বছরেই দাম্পত্যে কালো মেঘ ? নুসরত জাহানের জীবনে ত্রিকোণ প্রেম

    নানা জনে নানা কথা বললেও, যশ আর নুসরত এই বিষয়ে ঠিক কী বলছেন সেটা জানা যায়নি। কিন্তু এইবার তাঁরা মুখ খুলেছেন। সংবাদমাধ্যমকে নুসরত জানিয়েছেন যে তাঁর ব্যক্তিগত জীবনে ঠিক কী হচ্ছে, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। মানুষ তাঁকে সব সময়ই কোনও না কোনও কাজের জন্য বিচার করেন। তাই এইবার তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না। নুসরত এটাও বলেন যে তিনি অভিনেত্রী, অভিনয় করা তাঁর পেশা। তাঁকে সেই ভাবেই দেখতে হবে। তাঁর জীবনে যা-ই ঘটুক, সেটা তিনি কারও সঙ্গে শেয়ার করতে নারাজ।

    MORE
    GALLERIES

  • 67

    বিয়ের এক বছরেই দাম্পত্যে কালো মেঘ ? নুসরত জাহানের জীবনে ত্রিকোণ প্রেম

    এদিকে যশের বক্তব্য এই যে তিনি না কি প্রতি বছরই রোড ট্রিপে কোথাও না কোথাও যান। রাজস্থানে যাওয়া কি দোষের? সাংবাদিকদের উদ্দেশে এই প্রশ্ন ছুঁড়ে দিয়ে যশ এটাও জানান যে নুসরতের ব্যক্তিগত জীবনে কী ঘটছে সেটা তিনি জানেন না।

    MORE
    GALLERIES

  • 77

    বিয়ের এক বছরেই দাম্পত্যে কালো মেঘ ? নুসরত জাহানের জীবনে ত্রিকোণ প্রেম

    তাঁরা দায়সারা উত্তর দিলেও চারদিকে যশ আর নুসরতের জবরদস্ত প্রেমের কাহিনি ঘুরে বেড়াচ্ছে। দু'জনের ভক্তরা তো ইতিমধ্যে যশরত নাম দিয়ে হ্যাশট্যাগও বানিয়ে ফেলেছেন। দেখা যাক, শেষ পর্যন্ত কোন দিকে জল গড়ায়!

    MORE
    GALLERIES