একটা সময় ছিল, ব্যবসায়ী নিখিল জৈন (Nikhil Jain) আর অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) প্রেম টলিউডের অলিগলিতে চর্চার বিষয় ছিল। এর আগে এক বিখ্যাত প্রযোজনা সংস্থার এক কর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছেন নুসরত, অন্তত গুজব তাই বলত। নুসরতের জন্য সেই কর্তা এবং তাঁর স্ত্রীর বিচ্ছেদ হয়েছে এটাও বলা হয়। পরে জানা যায় ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা।
কিন্তু কিছু দিনের মধ্যেই এই ঝলমলে ছবিতে ধুলো জমে গেল? নিখিলের জন্মদিনের আগের রাত্রে আচমকা হাসপাতালে ভর্তি হন নুসরত। জৈন পরিবার সংবাদমাধ্যমকে অন্য বিবৃতি দিলেও, কানাঘুষো শোনা গিয়েছিল যে ঘুমের ওষুধের ওভারডোজ ছিল নায়িকার অসুস্থতার কারণ। শোনা গিয়েছিল যে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন নিখিল আর সেই জন্যই মানসিক ভাবে ভেঙে পড়েছেন নুসরত।
নানা জনে নানা কথা বললেও, যশ আর নুসরত এই বিষয়ে ঠিক কী বলছেন সেটা জানা যায়নি। কিন্তু এইবার তাঁরা মুখ খুলেছেন। সংবাদমাধ্যমকে নুসরত জানিয়েছেন যে তাঁর ব্যক্তিগত জীবনে ঠিক কী হচ্ছে, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। মানুষ তাঁকে সব সময়ই কোনও না কোনও কাজের জন্য বিচার করেন। তাই এইবার তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না। নুসরত এটাও বলেন যে তিনি অভিনেত্রী, অভিনয় করা তাঁর পেশা। তাঁকে সেই ভাবেই দেখতে হবে। তাঁর জীবনে যা-ই ঘটুক, সেটা তিনি কারও সঙ্গে শেয়ার করতে নারাজ।