দুজনের রাজনৈতিক পরিচয় আলাদা। একজন তৃণমূলের সাংসদ। ২০১৯ এর লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন নুসরত। তার পর থেকেই তাঁর রাজনৈতিক পরিচিতি শুরু। অন্যদিকে যশ দাশগুপ্ত ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন। এবার একই রাজনৈতিক মঞ্চে দেখা গেল দুজনকে। অবাক নেটিজেন।
2/ 6
সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ল। খাদির শাড়ি ও ব্লাউজ পরা নুসরক রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখছেন। মুখে কোনও মেক আপের ছোঁয়া নেই। অন্যদিকে রাজনৈতিক ব্যক্তিত্বের মতোই পোশাক যশেরও। আর এখান থেকেই জল্পনার সূত্রপাত।
3/ 6
তবে এটি রিয়েল লাইফ নয়। রিল লাইফের ঘটনা। অর্থাৎ এক রাজনৈতিক মঞ্চ হলেও, তা ছবির স্ক্রিনে ফুটে উঠবে। শিলাদিত্য মৌলিক পরিচালিত ছবি মাস্টারমশাই আপনি কিছু দেখেননি ছবিত এই ভাবেই দেখা যাবে তারকা জুটিকে।
4/ 6
ছবির শ্যুটিং চলছে জোর কদমে। রাজনৈতিক নেত্রীর চরিত্রে দেখা যাবে নুসরতকে। ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে এই ছবি দেখা যাবে। যশ নুসরত দুজনকেই পিএইচডি-র ছাত্রছাত্রীর রূপে দেখা যাবে।
5/ 6
ছবির গল্প ২০০০ সালের। ছবিতে অভিনয় করছেন সুমন্ত মুখোপাধ্য়ায়, অনির্বাণ চক্রবর্তী, দেবাশিস মণ্ডল সহ আরও অনেকে।
6/ 6
বাস্তবের এই জুটি অর্থাৎ যশ ও নুসরতকে এর আগেও পর্দায় জুটি বাঁধতে দেখা গিয়েছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে একসঙ্গে এই প্রথম অভিনয় করছেন তাঁরা। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষা।