হোম » ছবি » বিনোদন » হাতে ওয়াইনের গ্লাস, হানিমুনে গিয়ে সূর্যাস্তের আলোয় ছবি পোস্ট করলেন নুসরত !
হাতে ওয়াইনের গ্লাস, হানিমুনে গিয়ে সূর্যাস্তের আলোয় ছবি পোস্ট করলেন নুসরত !
Bangla Editor
1/ 6
অভিনয়ের সঙ্গে তাল মিলিয়ে রাজনীতিতে ইতিমধ্যেই ছাপ ফেলেছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ তাঁর ধর্ম, বিয়ের পর তাঁর সাজগোজ নিয়ে যখন পার্লামেন্টে বিতর্ক শুরু হয় ৷ নুসরত জবাব দিয়েছেন তাঁর ৷ প্রমাণ করেছেন তিনি চুপ থাকার পাত্রী নন !
2/ 6
তবে এখন না অভিনেত্রী, না তৃণমূল সাংসদ ৷ বরং এই সময়টা নুসরত পুরোটাই নিখিলের স্ত্রী ৷ আর তাই তো সব ব্যস্ততার মাঝেই মরিশাসে হানিমুনে মত্ত নুসরত ৷
3/ 6
কখনও সমু্দ্রের জলের সামনে, তো কখনও বোটের ওপর ৷ নুসরত এখন শুধুই নিখিলের চোখে চোখ রেখে প্রেমে হাবুডুবু ৷
4/ 6
ইনস্টাগ্রামে একের পর এক হানিমুনের ছবি পোস্ট করছেন নুসরত ৷ যেখানে একেবারে নতুন অবতারে দেখা যাচ্ছে নুসরতকে ৷
5/ 6
সম্প্রতি নুসরতকে দেখা গেল মরিশাসের সমুদ্র সৈকতে ওয়াইনের গ্লাস হাতে বসে থাকতে ৷ তখন সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে ৷ সেই গোধূলির ছটা নিয়েই নুসরত তখন নিখিলের প্রেম বেকাবু ৷
6/ 6
এই গোধূলির আলোতেই তো তুরস্কের বোদরুমে চারহাত এক হয়েছিল নুসরত ও নিখিল জৈনের ৷ সেই ছবিই যেন ফের ভেসে উঠছে নুসরতের ফ্যানদের চোখে ৷