সোশ্যাল মিডিয়া বদলে দিয়েছে বহু মানুষের জীবন ৷ বর্তমান জীবনে সোশ্যাল মিডিয়া একটি বড়সড় প্ল্যাটফর্ম সাধারণ মানুষের জন্য ৷ বিদেশে তো আগেই হত এমনটা এখন আমাদের দেশেও সোশ্যাল মিডিয়ার শক্তিকে প্রয়োগ করে শক্তিশালী হচ্ছে অনেকেই ৷ সংগৃহীত ছবি ৷
2/ 7
সম্প্রতি সারা দেশে আলোড়ন তুলে দিয়েছেন রানাঘাটের রাণু মণ্ডল ৷ আজ তিনি হিমেশ রেশমাইয়ার সঙ্গে গান গাইচ্ছেন ৷ আগামী দিনে আরও সোনালি স্বপ্ন অপেক্ষা করছে রাণুর জন্য ৷
3/ 7
রাণু মণ্ডল লতা মঙ্গেশকরের এক প্যায়কা নগমা গেয়ে সবার নজর কেড়ে নিয়েছেন ৷ তারপরেই সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে ৷ সোনি টিভির রিয়্যালিটি শো সুপার সিঙ্গারের বিশেষ অতিথি হয়ে গিয়েছেন তিনি ৷
4/ 7
এর আগে ডাব্বু আঙ্কেল বা ডান্সিং আঙ্কেল গোবিন্দর ভক্ত ম্যায় সে মিনা সিনা সাথী সে গানটি গেয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন ৷ পরে তিনি দেখা পেয়েছিলেন গোবিন্দরও ৷ এই ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ঢিনচ্যাক পূজাও শিরোনামে এসেছে ৷
5/ 7
ঢিনচ্যাক পূজার সেল্ফি ম্যায়নে লে লিই গানে সবার নজরে এসেছেন ৷ অনেকে ঢিনচ্যাক পূজার গানে মজা করলেও তাঁর গান না শুনে থাকা যায়না ৷
6/ 7
এছাড়াও চায় পিলো আন্টি গানও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে ৷ গানটি গেয়েছেন সোমবতি নামের এক মহিলা ভাইরাল ভিডিওতে মহিলা সাধারণ মানুষকে চা খেতে অনুরোধ করছেন ৷ এরপর থেকেই সোমবতিকে চায় পিলো আন্টি বলেই ডাকা ৷
7/ 7
ইন্টারনেটে আরও একজন ভাইরাল হয়েছিলেন তিনি হলেন রেপার ওমপ্রকাশ রেপ কিং তাঁর বোলো না আন্টি আউ কেয়া, ঘণ্টি ম্যায় বাজাউ কেয়া ? এই গানটি বেশ সাড়া ফেলেছিল ৷ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ইন্টারনেটে ৷
সোশ্যাল মিডিয়া বদলে দিয়েছে বহু মানুষের জীবন ৷ বর্তমান জীবনে সোশ্যাল মিডিয়া একটি বড়সড় প্ল্যাটফর্ম সাধারণ মানুষের জন্য ৷ বিদেশে তো আগেই হত এমনটা এখন আমাদের দেশেও সোশ্যাল মিডিয়ার শক্তিকে প্রয়োগ করে শক্তিশালী হচ্ছে অনেকেই ৷ সংগৃহীত ছবি ৷
সম্প্রতি সারা দেশে আলোড়ন তুলে দিয়েছেন রানাঘাটের রাণু মণ্ডল ৷ আজ তিনি হিমেশ রেশমাইয়ার সঙ্গে গান গাইচ্ছেন ৷ আগামী দিনে আরও সোনালি স্বপ্ন অপেক্ষা করছে রাণুর জন্য ৷
রাণু মণ্ডল লতা মঙ্গেশকরের এক প্যায়কা নগমা গেয়ে সবার নজর কেড়ে নিয়েছেন ৷ তারপরেই সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে ৷ সোনি টিভির রিয়্যালিটি শো সুপার সিঙ্গারের বিশেষ অতিথি হয়ে গিয়েছেন তিনি ৷
এর আগে ডাব্বু আঙ্কেল বা ডান্সিং আঙ্কেল গোবিন্দর ভক্ত ম্যায় সে মিনা সিনা সাথী সে গানটি গেয়ে তোলপাড় ফেলে দিয়েছিলেন ৷ পরে তিনি দেখা পেয়েছিলেন গোবিন্দরও ৷ এই ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে ঢিনচ্যাক পূজাও শিরোনামে এসেছে ৷
এছাড়াও চায় পিলো আন্টি গানও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে ৷ গানটি গেয়েছেন সোমবতি নামের এক মহিলা ভাইরাল ভিডিওতে মহিলা সাধারণ মানুষকে চা খেতে অনুরোধ করছেন ৷ এরপর থেকেই সোমবতিকে চায় পিলো আন্টি বলেই ডাকা ৷
ইন্টারনেটে আরও একজন ভাইরাল হয়েছিলেন তিনি হলেন রেপার ওমপ্রকাশ রেপ কিং তাঁর বোলো না আন্টি আউ কেয়া, ঘণ্টি ম্যায় বাজাউ কেয়া ? এই গানটি বেশ সাড়া ফেলেছিল ৷ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ইন্টারনেটে ৷