বয়স সংখ্যা মাত্র। তা বার বার বুঝিয়ে দেন শিল্পা শেট্টি কুন্দ্রা। কালো স্লিটেড ড্রেসে গ্ল্যামারাস লুক অভিনেত্রীর। শর্টসের সঙ্গে টাই অ্যান্ড ডাই টপ। কিয়ারার লুক বার বার মুগ্ধ করে নেটিজেনকে। বয়স ৫০ ছুঁই ছুঁই। কিন্তু মালাইকা আরোরা আজও একজন ফ্যাশনিস্তা। আসন্ন ছবির প্রচারে নুসরত ভারুচা। শাড়িতে মোহময়ী অভিনেত্রী। ওয়াইড লেগ প্যান্টের সঙ্গে টি শার্ট। অনন্যা পান্ডে এই প্রজন্মের ফ্যাশনিস্তা। সাদা রঙের ফ্লোরাল শাড়ির গলায় চোকার। নোরা ফাতেহির লাস্য কুপোকাত অনেকেই। পরিণীতির এই সাজ একেবার যথাযথ। সাদা বডিকন ড্রেসের উপর ডেনিম জ্যাকেট ও পায়ে স্নিকার্স। নীল রঙের কোঅর্ড সেট বেছে নিয়েছেন সারা। সব সময়ের মতোই ফ্রেশ লুক অভিনেত্রীর। টেক্সচারড ড্রেসে সঞ্জনা সঙ্ঘির এই লুক নজরকাড়া। শার্লি শেটিয়ার হলুদ শারারা ও চোলির লুকে মজেছে নেটিজেন। সুন্দরীর গানের গলাও নেটিজেনের পছন্দ।