Nora Fatehi: সবুজ কো-অর্ড সেটে হট লুক! নোরার শরীরী হিল্লোলে পারদ চড়ল নেটদুনিয়ায় সবুজ ক্রপ টপের সঙ্গে সবুজ স্লিট দেওয়া স্কার্ট। সঙ্গে সাদা স্টিলেটো। হট লুক নোরার। নোরা ফাতেহির এই ছবি স্বর্গীয়। সাদা ম্যাক্সি ড্রেসে স্নিগ্ধ লুক অভিনেত্রীর। ফ্লোরাল হাই স্লিট ড্রেসে যেন মোহময়ী নোরা। টোনড পদযুগল নজর কাড়ছে। এ যেন রূপকথার চরিত্র মারমেইড। কালো গাউনে গর্জাস লুক নোরার। সিকুইনড বডিকন ড্রেসে নজর কাড়া লুক নোরার। স্পষ্ট আওয়াগ্লাল ফিগার। নীল বডিকন গাউনে স্পষ্ট শরীরী চড়াই উতরাই। সাদা রঙের কাট আউট ড্রেসে শরীরী লাস্য ফুটে উঠেছে নোরার। নীল রঙের কো অর্ড সেটে পারদ চড়িয়েছেন অভিনেত্রী। শরীরী হিল্লোলে মাত সকলে।