রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আর মুম্বইয়ের রাস্তায় দেখা যাচ্ছে একের পর এক বলি সেলেবকে। কোথাও নোরা ফতেহি, কোথাও সারা আলি খান। ফ্যাশনে বাজিমাত করলেন তারকারা। (Bollywood Celebrities) ক্যাসুয়াল পোশাকে দেখা গেল নোরা ফতেহিকে। সাদা সালোয়ার কামিজে দেখা গেল সারা আলি খানকে। পার্টিতে পৌঁছলেন সঞ্জয় দত্ত। ভাইয়ের বিয়ে উপলক্ষে ঋদ্ধিমা কাপুর সাহানি মুম্বই বিমানবন্দরে। রণবীর কাপুরের বাড়ির বাইরে অয়ন মুখোপাধ্যায়। শ্যুটিংয়ে সোনালি বেন্দ্রে। সুজান খানের সঙ্গে আর্সালান গোনি। লিয়েন্ডার পেজের সঙ্গে কিম শর্মা।