বেলি ডান্সে তো মুগ্ধ করেছেনই। কিন্তু তাঁর সঙ্গে তিনি যে বলিউডের ফ্যাশনিস্তা তাও প্রমাণ করেছেন। নোরা ফতেহির চালচলনে যেন মুগ্ধ বলিউড৷ (Image: Instagram) কর্পোরেট লুক হোকেও নোরা ফাতেহি ফ্যাশন গোল সেট করেছেন। (Image: Instagram) নোরার শরীরী বিভঙ্গ সপষ্ট। অভিনেত্রীর অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যাবে না। সাদা পোশাকে বলে বলে গোল দিতে পারেন যে কাউকে৷ (Image: Instagram) নীল পোশাকে নোরার শরীরী হাতছানি স্পষ্ট। (Image: Instagram) তাঁর ত্বন্বী অবয়বেও কুপোকাত নেটিজেন। অ্যানিম্যাল প্রিন্টে সমুদ্রতটে উষ্ণতা চড়ালেন৷ (Image: Instagram) হায় গরমি! নোরা ফতেহির ছবি যেন প্রতি মুহূর্তে উষ্ণতা বাড়াচ্ছে৷ তাঁর কর্পোরেট লুক দেখলে চমকে যাবেন৷(Image: Instagram) যৌবনের আভা যেন তাঁর শরীর থেকে উপচে পড়ছে (Image: Instagram) গোলাপি ব্রালেটে যেন সমুদ্রের জলে পারদ চড়িয়েছেন নোরা৷ তাঁর প্রতিটি পোজ, প্রতিটি ভঙ্গিমা সেটাই বুঝিয়ে দিচ্ছে৷ (Image: Instagram)